কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর ফুটবল মাঠে তাফসীরুল কুরআন মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী সমাজ কল্যাণ সংঘ ও পাঠাগারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে মিরপুর পৌর জামে মাসজিদে ইসলামী সমাজ কল্যাণ সংঘ ও পাঠাগার আয়োজিত এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। জামায়াতের মিরপুর উপজেলা আমীর মাওলানা রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, দীর্ঘ এক যুগেরও অধিক সময় ধরে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন এবং মিরপুর উপজেলা পরিষদ সংলগ্ন মিরপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত ইসলামী সমাজ কল্যাণ সংঘ ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী তাফসীরুল কুরআন মাহফিল বন্ধ থাকার পর পুনরায় তা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতি দ্রুতই তা বাস্তবায়ন হতে চলেছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।