শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় যৌন উত্তেজক ঔষধ তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযানা ,হাওড় বার্তা 

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৮২৫ বার পড়া হয়েছে

কুষ্টিয়া শহরের স্টেশন রোডে অনুমোদনহীন যৌন উত্তেজক ঔষধ তৈরি, সংরক্ষণ ও বাজার জাতকরণের অভিযোগে আজ বৃহস্পতিবার সকালে এলেক্স ইউনানী ল্যাবরেটোরিজের মালিক রফিকুল ইসলাম প্রশান্তকে ১ বছরের জেল, ২ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল, তৈরিকৃত বিপুলসংখ্যক অনুমোদনহীন ওষুধ ধ্বংস ও প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্প ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথভাবে এই অভিযানের নেতৃত্ব দেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অনুমোদনহীন যৌন উত্তেজক পানীয় তৈরি, সংরক্ষণ ও বাজারজাত করে আসছে। এমন অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এই পানীয় দীর্ঘদিন ধরে খেলে মানুষের নানাবিধ শারীরিক জটিলতা তৈরি হতে পারে। এসময় উপস্থিত ছিলেন র‌্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার, ড্রাগ সুপারের সহকারী পরিচালক, স্যানিটারী ইন্সপেক্টরসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656