


নিজেস্ব প্রতিবেদন: শাল্লা উপজেলায় দাড়াইন নদীর পানি বৃদ্ধি পেয়ে ৫শত’ একর বোরো ফসলের জমি তলিয়ে গেছে। সোমবার দুপুর আড়াই টায় উপজেলার শাল্লা ইউনিয়নের বেড়িবাঁধের বাইরের বাঘার বন হাওরে নদীর পানি প্রবেশ করে। চোখের সামনে তাদের সারা বছরের স্বপ্ন পানিতে তলিয়ে যেতে দেখে নির্বাক হয়ে পড়েন কৃষকরা। এই হাওরে ৮০ ভাগ জমি ছিল দামপুর গ্রামবাসীর, বাকী ২০ ভাগ খল্লি গ্রামের।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, কৃষি অফিসের লোকজন ঘটনা স্থলে যান। কিন্তু পানির প্রবল স্রোতের কারণে বাঁধ রক্ষার শেষ চেষ্টা করাও যায়নি।
এদিকে সোমবার ও দাড়াইন নদীতে প্রায় ৪ ইঞ্চি পানি বৃদ্ধি পেয়েছে। আগামী ২ /৩ দিন এই হারে পানি বৃদ্ধি পেলে উপজেলার ছোট ছোট আরো বেশ কয়েকটি হাওর তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে। ঝুঁকিতে থাকা হাওরগুলো হলো- শাল্লা সদর নিকটবর্তী জোয়ারিয়া, কৌইয়া, কোনারবন, পুইট্টা, নাইপতার চর। হাওরগুলোর প্রায় ২ হাজার একর বোরো ফসলি জমি হুমকীর মধ্যে রয়েছে।
শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস বলেন, বাঘা বন হাওরটিকে রক্ষা করা যায়নি। নদীর পাড় নিচু হওয়ায় পানির প্রবল চাপে বাঁধ ভেঙে যায়। এতে প্রায় ৪/৫শত একর জমি ছিল বলে এলাকার কৃষকরা জানিয়েছেন বলে তিনি জানান।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাউবো সভাপতি মো. আবু তালেব বলেন, নদীর পানি দ্রুত বৃদ্ধি এবং প্রচন্ড বাতাসে বেড়িবাঁধের বাইরে বাঘা বন নামের নিচু হাওরটি পানিতে তলিয়ে গেছে। আমরা হাওরটি রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি কিন্তু রক্ষা করতে পারিনি।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

