
জগ্ননাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্টমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ১৭ তম মৃত্যুবার্ষিকী ২৭ এপ্রিল বুধবার এ উপলক্ষে কোরেশী সমাজ কল্যাণ যুব পরিষদ সৈয়দপুরের উদ্যোগে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।
বিকাল ৫টা জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর হাড়িকোন রাসিদিয়া মসজিদে বিশেষ মোনাজাত করেন হাফিজ সোহাদ কোরেশী এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ আলতাফ হোসেন কোরেশী, ফয়জুনুর হোসেন কোরেশী, আফজাল হোসেন কোরেশী, আসাদ হোসেন কোরেশী,হ জয়নুল আহমেদ কোরেশী, সৈয়দ আবু বক্কর, টিপু কোরেশী, গুলজার কোরেশী, সৈয়দ সারজান আহমেদ তালহা, রাব্বিল কোরেশী, সৈয়দ শামীম, মোঃ সাজাদ, দিলোয়ার কোরেশী, দিদার কোরেশী প্রমুখ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।