
তালা উপজেলা প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলার জাতীয় পার্টির প্রতিষ্ঠা সভাপতি ও খুলনা জেলা জাপার সহ সভাপতি গাজী গহর আলী(৭৮) আর নেই তিনি নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ... রাজিউন)।
হাজী গহর আলী ডুমুরিয়া উপজেলার সাজিয়াড়া(খলসি) গ্রামের বাসিন্ধা। শনিবার ৩ জুলায় ভোর রাতে বাধক্যজনিত কারনে মৃতবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র,দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে।
তিনি এলাকার একজন প্রবীণ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি জাতীয় পার্টির এক জন বর্ষিয়াণ নেতা ছিলেন,এবং ডুমুরিয়া উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠা সভাপতি ছিলেন।এছাড়া বর্তমানে তিনি খুলনা জেলা জাতীয় পার্টির সহ সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস,এম, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন সহ ১২ ইউনিয়ন জাতীয় পাটির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।