


স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ফারুকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, কবি ও লেখক অজয় কুমার রায় নির্বাচিত হয়েছেন গুণী শিক্ষক–২০২৫।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক অনুযায়ী বিশ্ব শিক্ষক দিবস–২০২৫ উপলক্ষে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে গুণী শিক্ষক বাছাই করা হয়। গত ১০ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎকার ও মূল্যায়নে পেশাদারিত্ব, সৃজনশীলতা, ব্যক্তিগত গুণাবলী ও অর্জনের ভিত্তিতে অজয় কুমার রায়কে বাছাই বোর্ড গুণী শিক্ষক হিসেবে ঘোষণা করে। এ আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
২১ বছরের শিক্ষকতা জীবনে তিনি নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের বৃত্তি অর্জনে ভূমিকা রেখেছেন। মা–সমাবেশ, অভিভাবক সভা ও উঠান বৈঠকের মাধ্যমে পিছিয়ে পড়া শিশুদের পড়াশোনায় উদ্বুদ্ধ করেছেন। শিশু অধিকার রক্ষায় কাজ করায় ২০০১ সালে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম থেকে সম্মাননা পান। করোনাকালীন সময়ে অনলাইন স্কুলের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখেন। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে প্রাথমিক শিক্ষা পদক–২০২৩ অর্জন করেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি কবি, লেখক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে পরিচিত। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে হাওরকন্যা, পাহাড়ি ঢল, ভাষার মাসে ফাগুন আসে, আমিও অন্যগ্রহের কেউ নই, ফুল ফাগুনের মেলা ও ডাহুক পাখি ডাকে উল্লেখযোগ্য। তিনি সুনামগঞ্জ সাহিত্য পুরস্কার–২০২১ ও পার্বত্য কাব্য গুণীজন সম্মাননা–২০২৫সহ একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন।
অজয় কুমার রায়ের স্ত্রী সাকী তালুকদারও তিনবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। তাঁদের দুই ছেলে অরুণাভ ও অনুরাগ রায় শিক্ষা–সংস্কৃতিতে একাধিক পুরস্কার অর্জন করেছে।
শিক্ষা ও সংস্কৃতিতে বহুমুখী অবদানের জন্য গুণী শিক্ষক–২০২৫ নির্বাচিত হওয়ায় শিক্ষক সমাজে ব্যাপক আনন্দের সঞ্চার হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

