শহিদুল ইসলাম রেদুয়ান : পশ্চিম সিলেটের প্রাচীন দ্বীনি দরসগাহ ঐতিহ্যবাহী গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ ও সবকদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসা কনফারেন্স হলরুমে অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মোহাম্মদ আব্দুস ছোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবক প্রদান করেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী।
এছাড়া অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ড. শাব্বির আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত দাঈ ও অত্র মাদ্রাসার খণ্ডকালীন উস্তায শায়খ মো. বদরুদ্দীন বিন ইসহাক আল-মাদানী, অধ্যাপক মাওলানা আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক মুফতি মঈনুল হক মুমিন, আরবি প্রভাষক মাওলানা ওলি উল্লাহ, ইংরেজি প্রভাষক রাজিবুর রহমান, বাংলা প্রভাষক শাহজাহান তালুকদার, সাবেক শিক্ষার্থী আরফাত আহমদ রাহাত ও সাবেক ভি.পি হাফিজ বিলাল হোসেন প্রমুখ।
আল-ফজল ছাত্র সংসদের এজিএস হাফিজ আব্দুল আজিজ ও সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ শুভ'র যৌথ সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন দাখিল দশম শ্রেণির শিক্ষার্থী মো. তাহমিদুল হাসান ও ইসলামী সংগীত পরিবেশন করেন ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক মানসুর আহমদ সাগর।
এসময় স্বাগত ব্যক্তব্য রাখেন ছাত্র সংসদের ভি.পি আবুল হাসান মো. আদনান, জি.এস জাবের আহমদ, নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাফিজ যায়েদুল ইসলাম, হাফিজ ইমতিয়াজ আহমদ, আদিলা সুলতানা।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।