শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

গোবিন্দনগর মাদ্রাসায় রামাদ্বান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

শহিদুল ইসলাম রেদুয়ান
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : পশ্চিম সিলেটের প্রাচীন বিদ্যাপীঠ গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার “আল-ফজল” ছাত্র সংসদের আয়োজনে রামাদ্বান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

শনিবার (৮ই মার্চ) মাদ্রাসা’র অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ আব্দুস ছোবহান -এর সভাপতিত্বে ও ছাত্র সংসদের জি.এস জাবের আহমেদে’র সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা সালেহ আহমদ বেতকোনী।

আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল আজিজ, মুফতী মঈনুল হক মুমিন, ইংরেজি শিক্ষক জাকির বিন জালাল, সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ বিন মোস্তফা, রোদোয়ান হোসেন সুমন, ছাত্র সংসদের ভিপি আবুল হাসান মুহাম্মদ আদনান, প্রমুখ।

বক্তরা রামাদ্বান তাৎপর্য সহ ইসলামের বিভিন্ন দিক আলোকপাত করেন এবং আল ফজল ছাত্র সংসদের উদ্যোগে প্রতিবছর ছাত্র সংসদ নেতৃত্ববৃন্দ সহ বর্তমান, সাবেক শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করার জন্য উদাত্ত আহবান জানান।

এছাড়া ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় সমাজসেবক, শিক্ষানুরাগী, গণমাধ্যমকর্মী সহ ছাত্র সংসদের দায়িত্বশীল নেতৃত্ববৃন্দ এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী জায়েদুল ইসলাম। এবং পরিশেষে মোনাজাত করেন মাদ্রাসার অধ্যক্ষ আবু সালেহ মুহাম্মদ আব্দুস ছোবহান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656