নিজস্ব প্রতিবেদক : চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিকটিলা গ্রামের বাসিন্দা মো. নিয়াম উদ্দীন (৭০)। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
পরিবার জানায়, বুধবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গভীর রাত প্রায় ৩টার দিকে ময়মনসিংহ বাসস্ট্যান্ড এলাকায় তাঁকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তিনি নিখোঁজ। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল কালো পাঞ্জাবি ও কালো লুঙ্গি।
হঠাৎ এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবার চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। তাঁরা সর্বসাধারণের কাছে অনুরোধ জানিয়েছেন—কোনও সহৃদয় ব্যক্তি যদি তাঁর সন্ধান পান তবে দ্রুত যোগাযোগ করার জন্য।
📞 01817-936168
📞 01718-239536
স্বজনরা বলেন, “আমাদের বাবাকে খুঁজে পেতে আপনার সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। হয়তো একটি ফোন কলই আমাদের পরিবারকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনতে পারে।”
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।