ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক -দোয়ারার নরসিংপুর ও ইসলামপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ উত্তর অঞ্চলের সীমান্তবর্তী এলাকার নাছিমপুর (কুনিমুড়া) টু ফকিরটিলা রাস্তার বেহাল অবস্থা।
চাইরগাঁও ও নাছিমপুর বাজার (কুনিমুড়া) সিএনজি স্ট্যান্ড হইতে ফকিরটিলা রাস্তা প্রায় ৯ কিলোমিটার রাস্তার মধ্যে ৫ কিলোমিটার রাস্তা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে উত্তরঅঞ্চলের লক্ষাধিক মানুষের। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে সংস্কারহীন ক্যাম্পের বাজার হইতে ফকিরটিলা রাস্তাটি ২০২০ ও ২০২২ সালের ভয়াবহ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখনও রাস্তাটিতে ছোট-বড় অসংখ্য খানাখন্দের কারণে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। সব মিলিয়ে সাধারণ মানুষ, পরিবহন শ্রমিক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন।
সরেজমিনে দেখা গেছে, আমাদের উত্তর অঞ্চলের দোয়ারা বাজার- ছাতক উপজেলায় যাওয়ার এই রাস্তার ছাতক ফকিরটিলা পর্যন্ত রয়েছে অসংখ্য গর্ত আর খানাখন্দ। রাস্তার ইট সুড়কিও উঠে গেছে। এই সড়ক দিয়ে প্রতিদিন সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, পিকআপ, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু সড়ক বেহাল হওয়ার কারণে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এছাড়া সড়কটি দিয়ে যাতায়াত করতে আগে ২৫থেকে ৩৫ মিনিট সময় লাগলেও এখন দুরবস্থার কারণে সময় লাগছে প্রায় এক ঘণ্টা। ফলে দুর্ভোগ বেড়েছে জনসাধারণের।
এই রাস্তাটি সংস্কারের জন্য উত্তরাঞ্চলের মানুষ বিগত ১৫ বছর ধরে বিভিন্ন মাধ্যমে চেয়ারম্যান ও সাবেক সাংসদের কাছে প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু কেউই এই অঞ্চলের মানুষের দাবীগুলোর দিকে নজর দেন নাই।
সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী, রোগীদের প্রতি নিয়তই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে,ফলে প্রতিদিনই দুর্ঘটনার স্বীকার হচ্ছে জনগণ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।