সুনামগঞ্জের ছাতকের রেজিয়া বেগম নামক মহিলা নিখোঁজ। উপজেলার জাউয়া ইউপির কপলা (পূর্বপাড়া) ইসরাইল আলীর স্ত্রী রেজিয়া বেগম ৪০ বছর বয়সী মহিলা কপলা থেকে (২০ ডিসেম্বর)সকাল ১১ টায় মেয়ে বাড়ি উপজেলার খারাই গ্রামে যাওয়ার জন্য রউনা হন। ঐদিন বিকাল ৩-ঘটিকায় খোঁজ নেন তখন থেকেই তার কোনো সন্ধান মিলে না। আজ প্রায় ২১ দিন ধরে কোনো আত্নীয় স্বজনের বাড়ি ও সকল জায়গা খোঁজে পাওয়া যাচ্ছে না। তিনি ৬ সন্তানের মা,তার ছেলে ৪,মেয়ে ২ জন। তার মাথায় কিছু সমস্যা আছে।
যদি কোনো দয়াবান ব্যক্তি মহিলাটির খোঁজ পান, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন- 01756-918205 -(স্বামী ইসরাইল আলী),
01727-167721-(লিলু মিয়া).
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।