শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

ছাতকের গোবিন্দগঞ্জে”আল্লাহ চত্বর”এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন সম্পন্ন।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৩০৫ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি।

শুক্রবার (১লা এপ্রিল) ছাতকের গোবিন্দগঞ্জে”আল্লাহ চত্বর”এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উদ্বোধন উপলক্ষে এক সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আরবি প্রভষক মাওলানা আব্দুল আজিজের পরিচালনায় অধ্যক্ষ শায়েখ আব্দুস সালাম আল মাদানীর স্বাগত বক্তব্যের মাধ্যমে ও সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল’র ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইবনে সিনা হাসপাতাল সিলেট এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন বুরাইয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম,সিলেট কুদরত উল্লাহ মসজিদের খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন,গণেশপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষক ড.জামাল উদ্দিন,ড.সেলিম উদ্দিন,ড.আবু ইউসুফ,ড.ইসমাঈল হোসেন,ড.তাজ উদ্দিন,ড.কামরুল ইসলাম, গোবিন্দনগর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু সালেহ মোঃ আব্দুস সোবহান,গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হাজী সুন্দর আলী, সদস্য বিলাল আহমেদ ফাহিম,নবাব সিরাজ উদ্দিনের বংশধর নবাব আব্বাস উদ্-দৌলা,মাওলানা মখছুছুর রহমান, প্রভাষক দ্বীন ইসলাম,মাওলানা ওলি উল্লাহ, প্রভাষক রাজিবুর রহমান,মাওলানা এমরান আহমদ, গোবিন্দনগর ফাজিল মাদ্রাসার ভিপি হাফিজ বিলাল হোসেনপ্রমুখ।

এছাড়া আলেম-উলামা,সাংবাদিক-সাহিত্যিক গণ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আবু তাইয়্যিব সৎপুরী।

শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী ইউসুফ আহমদ, ইসলামি সংগীত পরিবেশন করেন মানসুর আহমদ সাগর ও জাবের আহমেদ।

উল্লেখ্য গোবিন্দগঞ্জের”আল্লাহ চত্বর”টি নির্মাণের পরিকল্পনায় ছিলেন অধ্যক্ষ মাওলানা শায়েখ আব্দুস সালাম আল-মাদানী আর বাস্তবায়নে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

সকল দল-মতের মানুষের উপস্থিতিতে সমাবেশটি সার্বজনীন সমাবেশে রুপ নেয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656