
হাওড় বার্তা
ছাতক বিশেষ প্রতিনিধি: জাউয়া সিরাজগঞ্জ সড়কে ফোরষ্ট্রোক-সিএনজি লেগুনা চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ওঠেছে।
চালকদের এসব ভাড়া নৈরাজ্যের কারনে যাত্রীরা এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের হাতে এখন জিম্মি হয়ে পড়েছে যাত্রী সাধারণ। দিন-দিন চালকরা তাদের ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধি করছে। কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করেই বেশ কয়েকটি রোডে নৈরাজ্য চালিয়ে যাচ্ছে সিএনজি চালকরা।
একইভাবে উপজেলার জাউয়া, ছাতক-আন্ধারীগাও সড়ক পথেও অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। সড়ক পথে যাত্রীরা এখন চালকদের কাছে অসহায়।
প্রশাসনের নজরদারী না থাকার কারনেই চালকরা ইচ্ছে মতো ভাড়া আদায়ে বেপরোয়া হয়ে উঠেছে বলে অনেকেই মনে করছেন। স্থানীয় যাত্রী সাধারনের দাবী, সড়কের দূরত্ব অনুযায়ী সরকারি ভাবে ভাড়ার একটি নির্ধারিত তালিকা প্রতিটি ষ্ট্যান্ডে সাঁটিয়ে রাখা অতীব জরুরী। ভাড়ার নির্ধারিত তালিকা থাকলে যাত্রীরা অতিরিক্ত ভাড়া থেকে মুক্ত হতে পারে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।