
ছাতক বিশেষ প্রতিনিধি।
সুনামগঞ্জ'র সূযোগ্য জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন ও ছাতকের ইউএনও মাহবুবুর রহমান সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন মোঃ সাহেল কে সাথে নিয়ে ৪টি আশ্রয় কেন্দ্রে ত্রান বিতরন করেছেন।ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের মহদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার দুপুরে বন্যার্তদের মধ্যে জেলা প্রশাসক ও ইউএনও'র ত্রানসামগ্রী বিতরন করেন। ত্রান হিসেবে চাল, ডাল, তৈল ও শুকনো খাবার প্যাকেটজাত করে ৪ টি আশ্রয় কেন্দ্রে বন্যার্ত পরিবার'র মাঝে বিতরন করা হয়। উল্লেখ্য এ পরিবার গুলো ইউপি'র মহদী সরকারি প্রাথমিক,সিংচাপইড় উপ স্বাস্থ্য কেন্দ্রে সহ আরো দুইটিতে বন্যায় আক্রান্ত হয়ে আশ্রয় নিয়েছেন।
এ সময় ছাতক'র ইউএনও মাহবুবুর রহমান,সিংচাপইড় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোঃ সাহেল,ইউপির প্যানেল চেয়ারম্যান, ইউপি সচিব, ইউপি পুরুষ মেম্বার,ও মহিলা মেম্বার, ও এলাকার সেচ্চাসেবী সংঘঠনের নেতা কর্মীরাসহ উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন।।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।