স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের এই মহামারীর মধ্যে মানবতার ডাকে সাড়া দিয়ে মানবতার সেবায় রক্তদান করলেন হিউম্যানিটি অব সোশ্যাল ওয়েলফেয়ার এর মটারেটর হাঃ সালেহ আহমদ
মঙ্গলবার (০১জুন)দুপুর ১২ ঘটিকায় জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটে একজন মুমূর্ষু রোগীকে তিনি ২০ তম বারের মত স্বেচ্ছায় (B+ পজিটিভ) রক্তদান সম্পন্ন করেন।
হিউম্যানিটি অব সোশ্যাল ওয়েলফেয়ার এর এডমিন হাঃ রফিকুল ইসলাম স্বতঃস্ফূর্তভাবে তাহার মানবিক কর্মকান্ডে অব্যাহত রয়েছেন সেজন্য তাহার প্রতি রক্তিম শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
সিলেট এর জেলা সংস্কৃতিক এর মানবতার ফেরীওয়ালা চ্যানেল ওয়ান বিডি গ্রুপের এডমিন মানবিক পুলিশ অফিসার এনামুল ইসলাম তালুকদার।
উল্লেখ্যঃ- সুনামগঞ্জ জেলা শাখার ছাত্র লীগের নেতা রুয়েল আহমেদ তালুকদার বলেছেন গণমাধ্যম’কে জানান, সামাজিকর্মীবৃন্দ ও সেচ্চাসেবী দেশব্যাপী প্রতিনিয়ত কার্যক্রম’কে আরও তরান্বিত করতে সকলের প্রতি তাঁরা আন্তরিক ভালোবাস সহযোগিতা কামনা করেন।
সর্বশেষে আর জানান যে সাংবাদিক হাফিজ কবি সালেহ আহমদ অনেক সেচ্চাসেবী সংগঠনের কাজে জরিত আছেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।