শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

ছাতকে অবৈধভাবে সেমি ফাইনালে জয়ী ইমাদ একাদশ বানারশিপুর। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: ছাতকের ভাই ব্রাদার্স বাংলাবাজারের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার সেমিফাইনালে ম্যাচে অবৈধভাবে বিজয়ী ঘোষণা করা হয় ইমাদ একাদশ বানারশিপুরকে।

বুধবার (৬ই মার্চ) বানারশিপুর দক্ষিণের মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে সুপারস্টার লক্ষিপুর সাথে মোকাবিলা করে ইমাদ একাদশ বানারশিপুর। খেলার ২৭ মিনিটে সুপারস্টার লক্ষিপুর প্রথমে গোল করে। তারপর ৩৭ মিনিটে ইমাদ একাদশ বানারশিপুর গোল করে ১-১ সমতায় ফিরে।

খেলার ঠিক ৪০মিনিটে ঘটে বড় ধরনের বিপত্তি সুপারস্টারের ১১নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় বলে কিক করলে ইমাদ একাদশের ৬ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় সরাসরি হ্যান্ডবল করে। তখন প্রতিপক্ষ থমকে দাঁড়ালে ইমাদ একাদশ গোল করে নেয়।

এতে খেলার সহকারী পরিচালক প্রধান পরিচালক কে অবগত করেন। কিন্ত প্রধান পরিচালক সাড়া না দিয়ে গোল ঘোষণা করেন। এতে সুপারস্টার লক্ষিপুরের টিম ম্যানেজমেন্ট অবৈধ গোল মেনে নিতে নারাজ হয়। এবং পরর্বতীতে সুপারস্টার লক্ষিপুর টিম ম্যানেজার ভিডিও ফুটেজ সহ অবৈধ গোলের অভিযোগ করেন পরিচালক এবং আয়োজকদের কাছে। তাতে  অস্বীকৃতি করে আয়োজকরা। একাধিক বার ফুটেজ দেখালে ও আয়োজক এই সিদ্ধান্ত পরিবর্তন করেনি। তার এক পর্যায়ে সুপারস্টার লক্ষিপুর বিরক্তবোধ হয়ে মাঠ ছেড়ে চলে আসতে বাধ্য হয়।

  • বিস্তারিত দেখুন ফুটেজের বাকি অংশে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656