শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

ছাতকে অবৈধ বালুতে ২ ড্রেজার আটক

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম এর নেতৃত্বে পরিবেশ ও ছাতক সংরক্ষিত বনভূমি রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার রাত ১০:৩০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রহমতপুর এলাকায় অভিযানকালে অবৈধভাবে অনুমোদনবিহীন ড্রেজার মেশিন চালিত সেপ নৌকা দিয়ে বালু উত্তোলনরত ২ টি মেশিন আটক করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, আটককৃত ড্রেজার (সেপ) মেশিনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, “জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযা’ন অব্যাহত থাকবে। কেউ বনভূমি বা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করলে আমরা ক’ঠোর ব্যবস্থা নেব।”

উপজেলা প্রশাসন স্থানীয়দের সচেতন করার পাশাপাশি অবৈধ কার্যক্রম রোধে পদক্ষেপ জোরদার করছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656