


মোঃ তাজিদুল ইসলাম : সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুর মমিনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খানের নির্দেশনায় ছাতক কোর্ট পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, আব্দুর মমিন ২নং নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে এবং নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন।গ্রেফতারকৃত আব্দুর মমিনের বিরুদ্ধে নিয়মিত মামলার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আব্দুর মমিনের বিরুদ্ধে নিয়মিত মামলার অভিযোগ রয়েছে। আমরা তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করব।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

