শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

ছাতকে আখলাদ হত্যাকান্ডের ঘটনায় আল-আমিনের আত্মসমর্পন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৬৫ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতকে ব্যবসায়ী আখলাকুর রহমান উরফে আখলাদ হত্যাকান্ডের ঘটনায় আল-আমিন (২৬) নামে অপর আসামী আদালতে আত্মসমর্পন করেছে। আজ সোমবার ৩টার দিকে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রিট আদালত, সুনামগঞ্জ এ হাজির হলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দশ প্রদান করেন। সে উপজেলার মোল্লাহাতা গ্রামের সুন্দর আলির ছেলে।

জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর আখলাকুর রহমান উরফে আখলাদ (৩৫) কে রাতে উপজেলার গোবিন্দগঞ্জ বাজার থেকে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজ বাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে খুন করে পালিয়ে যায়। রাতেই গ্রামের মাঠের ক্ষেতের জমি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। আখলাদ গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের মোল্লাআতা গ্রামের জাহির আলীর পুত্র এবং গোবিন্দগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী।

এ হত্যাকান্ডের ঘটনায় বৃহস্পতিবার ভোরে পুলিশ পৃথক অভিযান চালিয়ে একই ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের মৃত. ফজলু মিয়ার পুত্র আবু সুফিয়ান সোহাগ (২৬)কে সিলেটের বন্দরবাজার এলাকার লাল বাজারস্থ্য দিরাই রেস্ট হাউজ হতে গ্রেফতার করা হয়। উক্ত আসামীকে গ্রেফতারের পর তাহার তথ্য মতে হত্যার ঘটনায় জড়িত অপর আসামী দিঘলী গ্রামের আশরাফুল হকের ছেলে আলিম উদ্দিন(২৮)কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। আজ সোমবার অপর আসামী আল-আমিন বিজ্ঞ আদালতে আত্মসমর্পন করে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার এসআই মহিম উদ্দিন বলেন, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রিট আদালত, সুনামগঞ্জ এ আত্মসমর্পন করেন আল-আমিন। আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন আত্মসমর্পন করার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে অপর আসামীদের গ্রেফতারের জন্য থানা পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আল-আমিনের আত্মীয়স্বজনসহ অন্যান্য সবজায়গায় তার খোঁজ নেওয়া হয়েছে। অবশেষে পুলিশের চাপে আল-আমিন আদালতে আত্মসমর্পন করতে বাধ্য হয়।##

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656