
ছবিঃ হাওড় বার্তা
ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলাধীন দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আলহাজ্ব প্রফেসর আনোয়ার হোসেনের ব্যতিক্রমী উদ্যোগে হতদরিদ্রদের মধ্যে শুকনো খাদ্য প্রদান করেছেন।
পবিত্র রমজান উপলক্ষে এবং করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে দুর্ভোগে পড়া বৃহত্তর কুর্শির হতদরিদ্র ১০০টি পরিবারের জন্য স্থানীয় মোহাম্মদগঞ্জ বাজার সামিয়া সুপার সপ থেকে প্রয়োজনীয় নিত্যপন্য দুধ,খেজুর,টেংক,গুড় ইত্যাদি ১৬ই এপ্রিল শুক্রবার বৃহত্তর কুর্শীর ১০০টি হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন প্রবাসী আনোয়ার হোসেনে'র ভাই আলী হোসেন সিদ্দিক।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।