নিজেস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক রমাদ্বান মাসব্যাপী "অর্থসহ কোরআন বিতরণ" কর্মসূচির অংশ বিশেষ হিসাবে ছাতক উপজেলা পূর্ব আদর্শ ছাত্রশিবির শাখা কর্মসূচি সম্পন্ন হয়েছে।
সোমবার (১০ই মার্চ) গোবিন্দগঞ্জ ছাত্র শিবির কার্যলয়ে ছাতক উপজেলা পূর্ব আদর্শ শাখার সভাপতি মাসুদ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাহমুদুল বারী চৌধুরীর সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন।
বক্তারা শিক্ষার্থীদের কোরআনের ব্যাখ্যাসহ বুঝে পড়ার আহ্বান করেন। এবং উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কোরআন বিতরণ করা হয় ছাত্রশিবিরে নেতৃত্ববৃন্দরা।

এসময় ছাত্রশিবির থানা শাখার সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, অফিস সম্পাদক তাজুল ইসলাম, প্রকাশনা ও স্কুল কার্যক্রম সম্পাদক মতিউর রহমান, সাহিত্য সম্পাদক হাবিবুর রহমান জুনেদ, মাদ্রাসা ও দাওয়াহ সম্পাদক জুবায়ের আহমদ শুভ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দরা উপস্থিত ছিলেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।