
এইচ.এম.আব্দুল বাছিত
ছাতক বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন রাজন স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে হৃদয়গ্রাহী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২১শে এপ্রিল) ছাতকের গোবিন্দগঞ্জ বাজারে তালামীযে ইসলামিয়ার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, ছাতক (উত্তর) উপজেলা ও গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসার শাখার নেতৃবৃন্দরা তাকে ফুল দিয়ে তাঁকে বরণ করেন।
এসময় বক্তারা বলেন, “আব্দুল মতিন রাজন সংগঠনের একজন আদর্শ নেতা, যিনি সুদীর্ঘ সময় ধরে তালামীযের সাংগঠনিক কাঠামোকে দৃঢ় করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। তার দেশপ্রেম, আদর্শনিষ্ঠা ও নেতৃত্বদক্ষতা আমাদের প্রেরণা যোগায়।”
বক্তারা আরও বলেন, “একজন কর্মী হিসেবে তিনি যেমন নিষ্ঠাবান ছিলেন, তেমনি সংগঠক হিসেবে ছিলেন উদ্ভাবনী ও কর্মঠ। তাঁর প্রত্যাবর্তন সংগঠনের জন্য এক নতুন উদ্দীপনার উৎস হয়ে উঠবে।”
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।