ছাতকে দুর্গাপূজা উপলক্ষে মোটরসাইকেল শোডাউন ও পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ - Haworbarta
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৫:১১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ১০:০০ পি.এম
ছাতকে দুর্গাপূজা উপলক্ষে মোটরসাইকেল শোডাউন ও পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ
মোঃ তাজিদুল ইসলাম:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে ছাতকে মোটরসাইকেল শোডাউন করেছে পুলিশ। একই সঙ্গে পূজামণ্ডপ পরিদর্শন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (১২ আগস্ট) বিকেলে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খানের নেতৃত্বে শহরের প্রধান সড়কগুলোতে শোডাউন অনুষ্ঠিত হয়। পরে তিনি শহরের বিভিন্ন পূজামণ্ডপ ও আশপাশের এলাকা ঘুরে দেখেন।
এ সময় দুর্গাপূজা কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি জনসাধারণ ও যানবাহন চলাচলে যেন কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, সে লক্ষ্যে ছাতক পৌরশহর ও গোবিন্দগঞ্জ এলাকার মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে পুলিশ।
ওসি শফিকুল ইসলাম খান বলেন, “আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জনস্বার্থে সড়কের উপর যেন কোনো অবৈধ দখল না থাকে এবং সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেই লক্ষ্যে পুলিশ কাজ করছে। পাশাপাশি সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্কতামূলক শোডাউন করা হয়েছে।”
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।