শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ছাতকে নিজের ঘরে বয়োজ্যেষ্ঠ পীর খুন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে ৮০ বছর বয়সী এক পীর খুন হয়েছেন। সকালে তার নিজের গ্রাম সৈদেরগাঁও (ধারণ)’এর বাড়িতে ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন তাকে। নিহত ওই পীরের নাম সৈয়দ মাহমুদ হোসেন ওরফে আব্দুল হান্নান পীর।

গ্রামের লোকজন জানান, বয়োজ্যেষ্ঠ এই পীর বাড়ির সামনের দিকের একটি ঘরে প্রতিদিন ফজরের নামাজ পড়ে এসে বসতেন। অনেকে তার কাছ থেকে এসে পানি পড়াও নিতো। প্রতিদেনের মতো বৃহস্পতিবারও তিনি এসে বসেছিলেন। ওই সময় দুর্বত্তরা ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে পালায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেটে নিয়ে যাবার সময় পথেই তার মৃত্যু হয়। আব্দুল হান্নান পীরের মৃত্যুর খবর শুনে তার ভক্ত শুভানুধ্যায়ীরা বাড়ির সামনে ভিড় জমান।

অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন জানালেন, ছুরিকাঘাতে খুন হয়েছেন আব্দুল হান্নান পীর। কারা, কেন তাকে হত্যা করলো এই বিষয়ে জানার জন্য ঘটনাস্থলে গিয়ে পুলিশ কাজ করছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656