শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

ছাতকে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে হয়ে পুত্র আহত, পিতা নিহত। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: ছাতকে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে হয়ে আজমির আলী (৪২) নামের এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

রোববার দুপুরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজমির আলী গ্রামের আশ্রব আলীর পুত্র। একই সাথে তার পুত্র আক্তার হোসেন (১৬)আহত হলে তাকে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা সুত্রে জানান,পুকুরের উপর দিয়ে টানা বিদ্যুতের একটি লাইন ছিঁড়ে পানিতে পড়ে যায়। দুপুরে নিজের এ পুকুরে মাছ ধরতে যান আজমির আলী ও তার পুত্র আক্তার হোসেন। পুকুরের পানিতে নামার সাথে-সাথে পিতা-পুত্র বিদ্যুৎ পৃষ্টে হয়ে ঘটনাস্থলেই মারা যান আজমির আলী।

গ্রামের লোকজন কৌশলে পুকুরের পানি থেকে আক্তার হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656