


নিজেস্ব প্রতিবেদক: ছাতকে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে হয়ে আজমির আলী (৪২) নামের এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
রোববার দুপুরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজমির আলী গ্রামের আশ্রব আলীর পুত্র। একই সাথে তার পুত্র আক্তার হোসেন (১৬)আহত হলে তাকে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা সুত্রে জানান,পুকুরের উপর দিয়ে টানা বিদ্যুতের একটি লাইন ছিঁড়ে পানিতে পড়ে যায়। দুপুরে নিজের এ পুকুরে মাছ ধরতে যান আজমির আলী ও তার পুত্র আক্তার হোসেন। পুকুরের পানিতে নামার সাথে-সাথে পিতা-পুত্র বিদ্যুৎ পৃষ্টে হয়ে ঘটনাস্থলেই মারা যান আজমির আলী।
গ্রামের লোকজন কৌশলে পুকুরের পানি থেকে আক্তার হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

