
ছাতক প্রতিনিধি
ছাতকে আবদুস সালাম (৩৫) নামের আন্ত:জেলার এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৫টায় পৌরশহরের পেপারমিল এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আবদুস সালাম পৌরসভার বাঁশখলা এলাকার আরব আলীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, ছিনতাইসহ ১৯টি মামলা রয়েছে। এমনটি তথ্য জানিয়েছেন, ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম। তিনি বলেন, ছদ্ম বেশে পেপারমিলের মন্দিরের কাছ থেকে থাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল যোগে সে পালানোর চেষ্টা করেছিল। থানার সেকেন্ড অফিসারের সাথে অভিযানে আরো ছিলেন থানার এসআই দীপঙ্কর রায়, এএসআই মিজানুর রহমান।##
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।