স্টাফ রিপোর্টার
ছাতক উপজেলার ১০নং দোলারবাজার ইউনিয়নের কুর্শী শিক্ষা ও সামাজিক ওয়ার্মিং উদ্যোগ-২০"এর উদ্যোগে "আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার" পরিচালনায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী ও উৎসাহী করণ ক্যাম্পেইন আজ ৩১ মে রোজ: সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত (কুর্শী) মোহাম্মদগঞ্জ বাজার অনুষ্ঠিত হয়ছে।
কুর্শী শিক্ষা ও সামাজিক ওয়ার্মিং উদ্যোগ-২০ পরিষদের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম.এ. আউয়ালের পরিচালনায় রক্তের গ্রুপ নির্ণয় করেন "আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির প্রতিষ্টাতা সদস্য ও সভাপতি মুহিবুর রহমান সুহান, সাধারন সম্পাদক আব্দুর রহমান রাজু, সহ প্রচার সম্পাদক আলী আকবর, আহমেদ সাজু, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হাসান, সদস্য সাগর আহমদ, শেখ জামিল আহমদ।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ১০নং দোলারবাজার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের বরর্তমান মেম্বার শফিক মিয়া, সাবেক মেম্বার মনির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আয়না মিয়া, সমাজসেবী নুরুল হক, মজলু মিয়া, আলী হোসেন সিদ্দিক, সায়হাম উদ্দিন, সায়েক আহমদ, আব্দুস সোবহান বাধাই, আয়না মিয়া।
এছাড়া ও উপস্থিত ছিলেন কুর্শী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা কবির আহমদ ফিরোজ, দক্ষিণ কুর্শী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিক মিয়া, সালেহা খাতুন কুর্শী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বকর মোঃ শাহিন, লায়েক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সোনা মিয়া, কুর্শী শিক্ষা ও সামাজিক ওয়ার্মিং উদ্যোগ-২০ পরিষদের সহ সভাপতি আব্দাল হোসাইন, সহ সাধারন সম্পাদক আব্দুল আলিম, মুনসুর আলী রাফি, সহ সাংগঠনিক সম্পাদক জমিরুল আমিন সুয়েব, প্রচার সম্পাদক শায়েক আহমদ, তথ্য প্রযুক্তি সম্পাদক আক্তার হোসেন, সদস্য - ফয়ছল আহমদ, তোফায়েল আহমদ, মোহাম্মাদ আলী, নুর আলম, কামরান হোসেন শিপলু, সাইফুল আলম, আব্দুল্লাহ, শুকুর আলী, ক্বারী লায়েছ আহমদ, জামিল হোসেন, আমির সুলতান সাগর প্রমুখ।
উক্ত ক্যাম্পেইনে ৩১১জন ছাত্র/ছাত্রী সহ বিভিন্ন পেশার মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়ছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।
