শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

ছাতকে মাও. রশিদ আহমদ-কে রাজকীয় বিদায়

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

মুহাম্মাদ ইব্রাহীম বিন আশ্রাফী

স্টাফ রিপোর্টার: ছাতকের কুরশী ইসলামপুর দাখিল মাদ্রাসার সুপার ও কুরশী ইসলামপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রশিদ আহমদের বদলি জনিত কারণে রাজকীয় বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃ

হস্পতিবার (২১ আগস্ট) বাদ যোহর কুরশী ইসলামপুর দাখিল মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং ইসলামপুর গ্রামের প্রবাসীবৃন্দরা এ আয়োজন করেন।

বিদায়ী অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরুল হক সাহেবের সভাপতিত্বে ও মাদ্রাসার সাবেক ছাত্র ইব্রাহিম বিন আশরাফী এর পরিচালনায় সাবেক ছাত্র হাফিজ মুরসালিন এর কুরআন তেলাওয়াত ও সাবেক ছাত্র ক্বারী কাওসার আহমেদ এর হামদের মাধ্যমে বিদায়ী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন বুরাইয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, প্রধান অতিথির বক্তব্য রাখেন ১০নং দোলার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আলম।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন দোলার বাজার ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো: জুনাইদ আহমদ, কুরশী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা কয়েছ আহমেদ, শিক্ষক জনাব আতাউর রহমান, সাবেক সভাপতি সাহেল মিয়া, ব্যাবসায়ী আলী হোসেন সিদ্দিক, সাকিল আহমেদ, সায়হাম উদ্দিন, সাবেক ছাত্র মাওলানা আক্তার বিন নুর, মাওলানা ফয়জুন্নুর এবং মাদ্রাসার বর্তমান ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মানপত্র পড়ে শুনান সাবেক ছাত্র ক্বারী সাজ্জাদ নুর।

এসময় প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ, মসজিদ কমিটির মোতাওয়াল্লি মাদ্রাসার সহকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকগন, এলাকার মুরব্বি,যুবক সহ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিল।

উল্লেখ্য, মাও. রশিদ আহমদ ২০১২ সালে অত্র মাদ্রাসায় যোগদান করেন এবং দীর্ঘ একযুগের বেশি সময় নিষ্ঠা, সততা ও মানবিকতা নিয়ে শিক্ষকতা করে আসেন। তাঁর কর্মজীবনে তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একজন প্রকৃত অভিভাবক, পথপ্রদর্শক এবং সমাজের আস্থাভাজন ব্যক্তি।

বিদায়ী সংবর্ধনায় মাও. রশিদ আহমদকে মসজিদের মুসল্লী, মাদ্রাসার সাবেক ও বর্তমান এবং এলাকার সকল প্রবাসীদের পক্ষ থেকে ক্রেস্ট, বেশ কিছু উপহার এবং সম্মাননা স্বরূপ নগদ হাদিয়া প্রদান করা হয়।

পরিশেষে সভাপতি নুরুল হকের সমাপনী বক্তব্য এবং মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী’র দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সর্বশেষ মাদ্রাসা প্রাঙ্গণে একটি বিষাদের ছায়া নেমে আসে, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ অশ্রুসিক্ত নয়নে সুপার মাও. রশিদ আহমদ কে বিদায় জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656