শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

ছাতকে মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কমিটি গঠন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের ছাতক উপজেলায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের ৮৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) বিকাল ২ঘটিকায় গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কনফারেন্স হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুছ ছোবহান ও সঞ্চালনা করেন মাওলানা শামছুল কবির মিসবাহ।

এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাওলানা ছালেহ আহমদ ও আক্তাপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ময়নুল হক।

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে অধ্যাপক মুফতি মাওলানা মো.মুঈনুল হক মুমিনকে সভাপতি ও মাওলানা মো. শাহীন আলমকে সাধারণ সম্পাদক এবং ড. আহমদ উল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে নির্বাচিত করে ৮৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু নছর মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা মো. আতিকুল হক, গোবিন্দ নগর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল আজিজ, কালারুখা লতিফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মাহবুবুর রহমান তাজুল, ছাতক পাল্প এন্ড পেপার মিল দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা মোঃ শাহীন আলম,দশঘর রাজ্জাকিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা মোঃ আবুল লেইছ, প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656