মোঃ তাজিদুল ইসলাম: সুনামগঞ্জের ছাতক উপজেলায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশী রিভলভার উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ আগস্ট) ভোর ৫টা ২০ মিনিটের সময় উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের আগিজাল গ্রামে অভিযান চালানো হয়। এসময় হাজী মোঃ ওয়ারিদ আলীর পুত্র আব্দুল মজিদ (৩৩) এর বাড়িতে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তার রান্নাঘরের সামনে ইটের স্তূপের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী রিভলভার উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান জানান, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।