


নিজেস্ব প্রতিবেদক : ছাতক পৌরসভাস্থ দ্বীনি বিদ্যাপীঠ হাবিবউল্লা জামেয়া ইসলামীয়া তাতিকোনা মাদ্রাসায় পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ মার্চ) ক্যাম্পাস প্রাঙ্গণে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং তোতা মিয়া শিক্ষা কল্যাণ ট্রাষ্টের সভাপতি এড. রেজাউল করিম ও মাদ্রাসার মুহতামিম হাফিজ আলী হোসাইনের যৌথ সঞ্চলনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলার নির্বাহী অফিসার ও ছাতক পৌরসভার প্রশাসক তারিকুল ইসলাম।
এসময় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আহাদ, রাধানগর দাখিল মাদ্রাসার সুপার সামছুল কবির চৌধুরী।
এছাড়া গোলাম কিবরিয়া, শফিক মিয়া, আলহাজ্ব সৈয়দ মুজিবুল হক, লাল মিয়া, কামরুল ইসলাম , আব্দুল আউয়াল, নজরুল আলম, গোলাম রৌফ, জিল্লুর রহমান, আনোয়ারুল করিম তাতিকোনা মসজিদের ইমাম ও খতিব মাও. লুৎফুর রহমান, হাফেজ দেলোয়ার হোসেন, ০৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দিলোয়ার হোসেন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, আজহার আলম, সামছু মিয়া, জাহির মিয়া, আশিক আলী, আমিন মিয়া, চেরাগ আলী, ওবায়দুল করিম রিফাত, ময়নুল ইসলাম, সৈয়দ সিরাজুল হক সহ প্রমুখ।
ইফতার দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন। এবং পরিশেষে মোনাজাত করেন ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আহাদ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

