নিজেস্ব প্রতিবেদক: ছাতকে সৈয়দ শাহ অছিউল্লাহ (রহ.) ইবতেদায়ী মাদ্রাসা কাইল্যাচরে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কে পুরুষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ই ফেব্রুয়ারি) বিকালে মাদ্রাসা প্রাঙ্গণে আশফাক আহমদ ও আদনান আহমদের যৌথ অর্থায়নে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং সৈয়দ শাহ অছিউল্লাহ (রহ.) ইবতেদায়ী মাদ্রাসা, শাহ তোরাব আলী চিশতী নিজামী (রহ.) ও শাহ ছোরাব আলী শাজুলী (রহ.) ঈসালে সওয়াব মাহফিল উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্টানে মাদ্রাসার সহকারী শিক্ষক মাসুম আলম ও ফয়েজ আহমদের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা কে এম নজমুল হক নছিবী। অনুষ্টানে ব্যক্তব্য রাখেন চরমহল্লা হিফজুল কোরআন দাখিল মাদ্রাসার সহ-সুপার আব্দুস ছবুর,লুৎফুর রহমান, আব্দুল হাই,জালাল উদ্দীন,নসিব আলী,জাবেদ আহমদ,নুরুল আমিন,আলমাছ আলী, আব্দুর-নুর, আব্দুল মছব্বির, আব্দুস শহিদ, আব্দুল বশির,প্রমুখ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।