নিজেস্ব প্রতিবেদক: ছাতক সরকারি হাইস্কুলের দীর্ঘ ২৫ বছরের পরিত্যক্ত হাজামজা পুকুর স্বেচ্ছায় পরিষ্কার দিলো শিক্ষার্থীরা। গত তিনি দিন ধরে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে ছাত্ররা পুকুরটি পরিষ্কার করে।
জানা যায়, শহরের কেন্দ্রস্হলে অবস্থিত কচুরিপানা ও ময়লা-আবর্জনায় পরিপূর্ণ পুকুরটি পরিবেশ বিনষ্টসহ আশপাশের বাসা বাড়িতে ছড়াচ্ছে রোগ জীবাণু। সম্পূর্ণরুপে অনুপযোগী হয়ে পড়েছে বাসাবাড়ি, মার্কেট ও দোকান-কোটার পরিবেশ। পুকুর পরিষ্কারের কাজে নিয়োজিত শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিনের হাজামজা ও পরিবেশ বিনষ্টকারি পুকুরটি পরিষ্কারের কোন উদ্যেগ না থাকায় জনস্বাস্থ্য ও জনস্বার্থে তারা নিজেরাই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে হাত দিয়েছেন পুকুরটি পরিষ্কার -পরিচ্ছন্নতার কাজে।
এ ব্যাপারে সহযোগিতা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্নাকে তারা ধন্যবাদ জানান।সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ জানান, বিভিন্ন জটিলতার কারণে পুকুরটি সংস্কার করা সম্ভব হয়নি। তবে ছাত্ররা এ মহৎ কাজটি করায় তিনি তাদের অভিনন্দন জানান। ঢাকা ভার্সিটির আবুল কাশেম, ছাতক সরকারি কলেজের শিক্ষার্থী সাইফুদ্দিন, রপেজ, নাহিদ ইসলাম, রায়হান, মাহদি, সৌরভ, অভি, রাজু, লাহিন, তামিম, ছামাদ, ছাতক সরকারি হাইস্কুলের জয়, আরিয়ান, জিসান, পেপার মিল হাইস্কুলের শুভ্র, অমিতসহ অনেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সহযোগিতা করেছেন। শিক্ষার্থী সাইফুদ্দিন জানান, পুকুর পরিষ্কারের পাশাপাশি শহরের রাস্তা ঘাটের ময়লা-আবর্জনা পরিষ্কারসহ ট্রাফিকের দায়িত্বও পালন করছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের তারণ্যদীপ্ত কার্যক্রমে অভিভূত সাধারণ মানুষ। অনেকের অভিমত, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে ছাত্র সমাজকেই এগিয়ে আসা উচিত।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।