


শহিদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের ছাতক উপজেলায় ছাতক-দোয়ারাবাজার মিডিয়া কেয়ার (সিডিএম) আয়োজিত ২০২৫ সালের প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা সুশৃঙ্খল, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সেভ দ্য রোড সুনামগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মেধা যাচাই, প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলা এবং শিক্ষার মানোন্নয়নে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেভ দ্য রোড সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আহমদ আল-কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক গৌছুল হক নাঈম। তাঁরা বলেন, শিশুদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে মেধাবৃত্তি পরীক্ষার গুরুত্ব অপরিসীম। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ ধারাবাহিকভাবে চালু রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের দায়িত্বে ছিলেন সানরাইজ কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল নাজির আহমদ রাজু। পরীক্ষকের দায়িত্ব পালন করেন মা মণি আইডিয়া একাডেমির প্রিন্সিপাল মঈনুল ইসলাম, হোয়াইট বার্ড একাডেমি দামোধরতপী শাখার ভাইস প্রিন্সিপাল শহিদুল ইসলাম রেদুয়ান, হোয়াইট বার্ড একাডেমি বড়কাপন শাখার ভাইস প্রিন্সিপাল ওলিবুর রহমান ওলি এবং সানরাইজ কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক আব্দুল কাহারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
সুষ্ঠু আয়োজন ও শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধে সন্তোষ প্রকাশ করে অভিভাবকরা বলেন, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে সহায়ক। তাঁরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে শিক্ষার মান উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে নিয়মিত ও আরও বিস্তৃত পরিসরে এমন আয়োজনের আহ্বান জানান।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

