শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

ছাতকে সেনাবাহিনীর হাতে দুই চাঁদাবাজ আটক

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে নিয়মবহির্ভূত চাঁদাবাজির অভিযোগে দুই চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী।

আটককৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। তারা হলেন, ছাতক পৌরসভার ৮নং ওয়ার্ডের মোগলপাড়া গ্রামের সমছু মিয়ার ছেলে, ছাতক পৌরসভার টোল আদায়ের ইজারাদার, যুবলীগ নেতা ইকবাল হোসেন রানা ও উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুচবাড়ি গ্রামের মনির হোসেনের ছেলে মকবুল হোসেন।

জানা যায়, ছাতক সদর ইউনিয়নের বাউসা গ্রাম সংলগ্ন সুরমা নদীতে চলন্ত নৌ-যান থেকে নিয়মবহির্ভূত চাঁদা আদায়ের অভিযোগে রোববার বিকেলে তাৎক্ষণিক অভিযান নামে সেনাবাহিনীর একটি টিম। সেনাবাহিনীর স্পিডবোর্ড দেখে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মকবুল হোসেন (৩০) নামের এক চাঁদাবাজকে আটক করতে সক্ষম হয় তারা। এসময় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা, দুইটি দেশীয় দা ও একটি কাঁচি উদ্ধার করা হয়। আটককৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন লাফার্জ ঘাট এলাকা থেকে ছাতক পৌরসভার মোগলপাড়া গ্রামের সমছু মিয়ার ছেলে, ছাতক পৌরসভার টোল আদায়ের ইজারাদার, যুবলীগ নেতা ইকবাল হোসেন রানা (৩৬)কে আটক করে ছাতক সেনা ক্যাম্পের সদস্যরা। আটকের পর দুইজনকে ছাতক নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। পরে ভুক্তভোগি নদীর বাল্কহেড চালক পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার উত্তর কলারদোয়ানিয়া খলনি গ্রামের আলী হোসেনের ছেলে সুমন খান বাদি হয়ে সোমবার ছাতক থানায় একটি চাঁদাবাজি মামলা (নং-০৯/১৩১) দায়ের করেন। এ মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

চাঁদাবাজি মামলা দায়ের ও আসামিদের গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656