শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

ছাতকে স্কুলের জানালা বন্ধ করতে গিয়ে আংগুল কেটে গেল শিক্ষার্থীর!

শহিদুল ইসলাম রেদুয়ান
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৯৮ বার পড়া হয়েছে

 হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদন: সুনামগঞ্জের ছাতকে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির সময় বিদ্যালয়ের জানালা বন্ধ করতে গিয়ে এক শিক্ষার্থী আংগুল কেটে গুরুতর আহতের খবর পাওয়া গেছে।

গুরুতর আহত শিক্ষার্থী নাজিমুস সাকিব মাহমুদ উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সুদুখালি গ্রামের হাফিজ নাসির উদ্দিনের পুত্র এবং অত্র বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।

সোমবার (৩০ মে) বিদ্যালয় ছুটির সময়ে রুমের জানালা বন্ধ করার নির্দেশনা দেন এই বিদ্যালয়ের এক শিক্ষক। তখন জানালা বন্ধ করতে গিয়ে শিক্ষার্থী মাহমুদ স্টীলের জানালার চাপায় আংগুল কেটে গুরুতর আহত হয়।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের সহায়তায় আহত শিক্ষার্থীকে প্রথমে উপজেলার কৈতক হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে গুরুতর আহত শিক্ষার্থী নাজিমুস সাকিব মাহমুদ কে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গুরুতর আহত শিক্ষার্থী মাহমুদের কাছে থেকে জানায় যায়,প্রতিদিনই বিদ্যালয়ের ছুটির পর জানাল বন্ধ করে শিক্ষার্থীরা।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম দৈনিক হাওড় বার্তা কে জানান, জানালা বন্ধ করা শিক্ষার্থীদের কাজ নয়! ছুটির ঘন্টা দিলে শিক্ষার্থীরা হৈ-হুল্লা করে তারা নিজের ইচ্ছা জানালা বন্ধ করতে যায়। আর আজকের এই ঘটনাটি সময় আমি নীচতলায় ছিলাম। এবং গুরুতর আহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাজিমুস সাকিব মাহমুদ এর উন্নত চিকিৎসার জন্য সবধরনের ব্যবস্থা নেয়া হবে।

শহিদুল ইসলাম রেদুয়ান /৩০শে মে ২২খ্রিস্টাব্দ। 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656