সুনামগঞ্জের ছাতকে ৪দিন ধরে রিমা বেগম (২২) নামের এক গৃহবধূ নিখোঁজ রয়েছে। সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নয়া মৈশাপুর মুসলিমকোনা গ্রামের আলা উদ্দিনের ছেলে সিএনজি অটো-রিকশা চালক তাজ উদ্দিন আহমদ কামালের স্ত্রী।
জানা যায়, দুই জমজ সন্তানের জননী রিমা বেগম কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভোগছিলেন। দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করলেও মানসিক সমস্যা দেখা দিলে তাকে স্থানীয় ধারণ উত্তর পাড়া গ্রামে মামা ছাদেক মিয়ার বাড়িতে রেখে কবিরাজি চিকিৎসা দেয়া হচ্ছিল।
গত ৫ সেপ্টেম্বর দুপুরে সন্তান দু'টি রেখে কোথায় নিখোঁজ হয়ে যায় ওই গৃহবধূ। পরিবারের লোকজন তার সন্ধানে সম্ভাব্য সকলস্থানে খোঁজাখুজি করেও পাওয়া যাচ্ছে না। নিখোঁজের পরদিন গৃহবধুর স্বামী তাজ উদ্দিন আহমদ কামাল ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজ হওয়ার সময় তার পড়নে ছিল সবুজ রঙের সেলোয়ার-কামিজ ও কালো ওড়না। উচ্চতা ৫ফুট, চেহারা উজ্জ্বল। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
নিখোঁজ গৃহবধূর সন্ধান পেলে তার স্বামীর 01779-878 116 মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।