রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহতপাবনা ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল গ্রেপ্তারছাতকে দুর্গাপূজা উপলক্ষে মোটরসাইকেল শোডাউন ও পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশজাগ্রতকণ্ঠ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদ এর বিতর্ক প্রতিযোগিতায় সম্পন্ন হলো,দোয়ারাবাজারে জিনিয়াস-পাইলট একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপনজামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে সভা অনুষ্ঠিত জাউয়া বাজারে হবে দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি, জায়গা নির্ধারণনাসিরনগরে আলম হত্যার রহস্য উন্মোচন, ছেলের হাতেই পিতা খুনছাতকে নিটল মোটরসের নির্মাণ কাজে চাঁদা দাবির অভিযোগছাতকে মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কমিটি গঠন

ছাতক-দোয়ারাবাজারে হাফিজ আব্দুল কাদিরের গণসংযোগে জনস্রোত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম:

ছাতক-দোয়ারাবাজার আসনের আসন্ন নির্বাচনে এমপি প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের গণসংযোগ ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। শনিবার দিনব্যাপী তিনি গোবিন্দগঞ্জ পয়েন্টসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। তার আগমন উপলক্ষে এলাকাজুড়ে তৈরি হয় জনস্রোত।

গণসংযোগে অংশ নিয়ে স্থানীয় জনগণ উচ্ছ্বাস প্রকাশ করেন। ব্যবসায়ী, শ্রমজীবী, শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ও শিক্ষকরা তার হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন জেলার সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ কামরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন, ছাতক উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত, সহ সভাপতি হাফিজ আব্দুল হাই ও ক্বারী সালেহ আহমদ, পৌর সভাপতি মাও জহির আহমদ, সহ সভাপতি মাওলানা এখলাছুর রহমান, ইয়াহিয়া খান মাহবুব, সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, পৌর শাখার সহ সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মঞ্জুরুল রহমান চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আসাদ আহমদ, জামালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আইন উদ্দিন সুজন, হাফিজ হারুন আহমদ, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আমির উদ্দিন সহ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। তারা একে একে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

হাফিজ আব্দুল কাদির এসময় বলেন, “মানুষের ভালোবাসা আমার প্রেরণা। রাজনীতি আমার কাছে ক্ষমতার হাতিয়ার নয়, বরং জনসেবার অঙ্গীকার। যদি জনগণ আমাকে তাদের প্রতিনিধি হওয়ার সুযোগ দেন, তবে আমি শিক্ষা খাতের মানোন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান, এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার প্রসারে নিরলসভাবে কাজ করব।”

তিনি আরও উল্লেখ করেন, ছাতক-দোয়ারাবাজারের দীর্ঘদিনের পিছিয়ে পড়া উন্নয়নকে ত্বরান্বিত করাই হবে তার প্রধান লক্ষ্য।

জনগণের মাঝে ব্যাপক সাড়া দেখে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাফিজ আব্দুল কাদিরের গণসংযোগে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তা নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656