


নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মির্জা ইয়ামিনকে প্রাণনাশের হুমকি অভিযোগ।
পরিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ই জানুয়ারি) ইয়ামিনের ব্যবহারিত মুঠোফোন একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে মির্জা ইয়ামিন কে হত্যা করার হুমকি প্রদান করছে একটি কুচক্রমহল।
এ ব্যাপারে মির্জা ইয়ামিনের পরিবার থেকে সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন গুরুত্ব সহকারে আমরা তদন্ত করছি অতি শ্রীগ্রিই এইভাবে প্রাণশাকের আরো অভিযোগ পেয়েছি আমাদের অভিযান চলমান থাকবে।
এদিকে শহর আতংক বিরাজ করছে ঘটনাটি নিয়ে রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রত্যেক মানুষ এরকম ঘটনার নিন্দা প্রকাশ করছে এবং অপরাধীকে শানাক্ত করে আইনের আওতায় আনার দাবি করেছেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

