


নিউজ ডেস্ক : সিলেট মহানগরীর ১৮নং ওয়ার্ড শাখার ছাত্রলীগের আহ্বায়ক রিয়াজ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রেক্ষিতে পুলিশি তদন্ত।
সোমবার দুপুরে একদল পুলিশ রিয়াজের বাসভবনে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং বাসার বিভিন্ন অংশ ঘুরে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।
তাৎক্ষণিক অবস্থায় রিয়াজ বাসায় না থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, মামলাটির প্রাথমিক সত্যতা যাচাই এবং তদন্তের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে।
রিয়াজ চৌধুরী গণমাধ্যমকে বলেন, “এই মামলা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আমাকে এ মামলায় জড়ানো হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায়বিচারের প্রত্যাশা করছি।”
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা নিরপেক্ষভাবে তদন্ত চালাচ্ছি। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ঘটনার প্রতিবাদে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা বলেন, দায়িত্বশীল একজন ছাত্রনেতার বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন মামলা একটি পরিকল্পিত ষড়যন্ত্র। তারা মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানান।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

