ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, যৌক্তিক সংস্কার চাই: শিবির সভাপতি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, যৌক্তিক সংস্কার চাই।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগর শিক্ষাপল্লিতে সাথী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোরালো আবেদন ফ্যাসিস্ট সরকার প্রণীত শিক্ষাব্যবস্থা পরিবর্তন করে নতুন শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হবে।
কুষ্টিয়ার শহর শিবিরের সভাপতি হাফেজ সেলিম রেজার সভাপতিত্বে সম্মেলনে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম, শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মো. সুহাইল, জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।