শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

জগন্নাথপুরের আওয়ামীলীগ নেতা গ্রেফতার 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আকুল মিয়া (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাঁকে মীরপুর বাজার থেকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগের ওই নেতা উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের মৃত আপ্তর আলীর ছেলে এবং মিরপুর বাজারের একজন ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার একটি হামলার মামলায় জড়িত থাকার সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে সুনামগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলায় এ পর্যন্ত অজ্ঞাতনামা আসামী হিসেবে জগন্নাথপুর আওয়ামী লীগের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656