
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামে “হাজী গোলাম মোস্তফা প্রাইমারি কেয়ার” নামে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৮ জুন ২০২৫) শ্রীরামসি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই জনকল্যাণমূলক উদ্যোগে স্থানীয়দের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।
এলাকাবাসী জানান, মরহুম হাজী গোলাম মোস্তফা ছিলেন একজন পরোপকারী, জনদরদি ও মানবিক গুণে গুণান্বিত ব্যক্তি। তিনি জীবদ্দশায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে জীবনের অন্যতম কর্তব্য মনে করতেন। তার এই দানশীলতা ও মানবিক কর্মকাণ্ড আজও এলাকার মানুষের হৃদয়ে অমলিন স্মৃতি হয়ে আছে।
মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র রেখে যান। তাঁর সন্তানরা বাবার আদর্শকে বুকে ধারণ করে সমাজসেবায় আত্মনিয়োগ করেছেন। তাদের নিজস্ব অর্থায়নে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন, যা গ্রামবাসীর জন্য এক নতুন আশার বার্তা বয়ে এনেছে।
ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্যপরীক্ষা ও পরামর্শ দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ কার্যক্রম নিয়মিতভাবে চালু রাখা হবে এবং ধাপে ধাপে এর পরিসর আরও বাড়ানো হবে।

এ প্রসঙ্গে সাংবাদিক একরাম হাসান জুয়েল বলেন, “মরহুম হাজী গোলাম মোস্তফা আমৃত্যু গরিব-দুঃখী মানুষের সেবা করে গেছেন। তার সন্তানরাও একই ধারাবাহিকতায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। যুক্তরাজ্যে বসবাস করেও তারা গ্রামের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, যা এক বিরল দৃষ্টান্ত।”
এই মহৎ উদ্যোগের মাধ্যমে শুধু একটি পরিবারের দায়িত্ববোধই নয়, বরং মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো। আয়োজক পরিবার ও সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে এলাকাবাসী তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।