
জগ্ননাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম সুরুজ আলী (৬৫)। তিনি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, ৬ই জুন সোমবার রাতে গন্ধবপুরের সুরুজ আলী (৭০)। রাতের খাওয়া ধাওয়া শেষে করে ছেলে সুজাত মিয়া কে নিয়ে এক কক্ষে ঘুমিয়ে পড়েন। এবং অন্য কক্ষে তার স্ত্রী ও আরেক কক্ষে বড় ছেলে সুজন মিয়া তার স্ত্রী কে নিয়ে ঘুমিয়ে পড়েন।
গভীররাতে নিহত সুরুজ মিয়া'র ছেলে সুজাত মিয়া প্রতিবেশীর বাড়িতে গিয়ে চিৎকার করে বলছে তার বাড়িতে ডাকাত এসেছে। এবং কি ডাকাতরা তার বাবা কে হত্যা করছে বলে চিৎকার করতে থাকেন। সুজাত এর চিৎকার শুনে আশপাশ লোকজন চলে এসে তার বাড়িতে এবং দেখতে পায় গলাকাটা অবস্থায় তার সুজাত মিয়া'র বাবার লাশ। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাত দন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।
এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। মানুষের মনে হত্যাকাণ্ড ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এ মূর্হুতে হত্যার কারণ জানা যায়নি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মরদেহ মর্গে পাঠিয়েছি। বিষয়টির তদন্ত চলছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।