রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

জনগণের সেবা করাই আমার লক্ষ্য: রুহুল আমীন

বিশেষ প্রতিবেদক:
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৬ বার পড়া হয়েছে

জনগণের  সেবা করাই আমার লক্ষ্য। জাতীয় পার্টি জনগণের কল্যাণে কাজ করে। জাতীয় পার্টি’র সরকার ক্ষমতায় আসলে একটি লোকও না খেয়ে মারা যাবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য, যুক্তরাজ্য জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক, পল্লীবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক, মৌলভীবাজার-৩ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রুহুল আমীন।

বুধবার দিনব্যাপী এআসনের বিভিন্ন পয়েন্ট হাটবাজারে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও সাক্ষাৎকালে এসব কথা বলেন সাংসদ সদস্য প্রার্থী রুহুল আমীন।

তিনি বলেন, সামনে নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে
জাতীয় পার্টি সরকার কে ক্ষমতায় আনলে একটি লোকও না খেয়ে মারা যাবে না। আমি যতদিন বেঁচে থাকবো জনগণের সেবা করে যাবো। মানুষের জন্য কাজ করাই আমার উদ্দেশ্য। আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমার জীবনের একটাই লক্ষ্য মানুষের জন্য কিছু করা। মৌলভীবাজার-৩আসনের এ দুই উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও খেলাধুলার উন্নয়ন, দারিদ্র বিমোচন, বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরি, বিদ্যুৎ সমস্যার সমাধান, আধুনিক প্রযুক্তির ব্যাপক বিস্তৃতি প্রভৃতি নিয়ে আমি কাজ করবো।

তিনি আরও বলেন, লাঙ্গল মার্কায় ভোট দিলেই দেশের মানুষ শান্তিতে থাকতে পারে এবং দেশে উন্নয়ন হয়।
জাতীয় পার্টি’র লাঙ্গল বিজয়ী হলে বাংলাদেশের উন্নয়ন হবে। এ জন্য দ্বাদশ জাতীয় নির্বাচনে লাঙ্গল-কে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656