নিজেস্ব প্রতিবেতক: মৌলভীবাজারে ছাত্রলীগের হামলায় আহত সাবেক মৌলভীবাজারের ছাত্রদলের কমলগঞ্জ থানা আহবায়ক এম এম ইয়াজদীনের ছোট ভাই এস এম শামসুল আরিফিন।
গত ০৩/০১/২০২৪ তারিখে এস এম শামসুল আরিফিন স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় ছাত্রলীগ নেতা ও তাদের সন্ত্রাসী বাহিনী মিলে শামসুল আরিফিনের উপর অনাকাঙ্ক্ষিত ভাবে হামলা চালায়। এবং তার চিৎকারের আওয়াজ শোনে গ্রামের লোকজন ছুটে আসেন এবং তারা পালিয়ে যায় পরবর্তীতে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘঠনাক্রমে জানা যায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে এম এম ইয়াজীনের ভাইয়ের উপর হামলা করা হয়, স্থানীয় পুলিশকে জানানো হয় এবং পুলিশ আশ্বাস ও দ্রুত এটি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।