Abdul subhan : সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন অস্থায়ী হাইওয়ে পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে মালিক, শ্রমিক ও স্থানীয় জনগণের দাবি বাস্তবায়নের এই উদ্যোগে জেলার সড়ক নিরাপত্তা ও জনসেবায় নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: রেজাউল করিম, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়ন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনচার্জ সুমন কুমার চৌধুরী, জয়কলস থানা, এবং সঞ্চালনা করেন সার্জেন্ট শিশির চন্দ্র দাস, শেরপুর হাইওয়ে থানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিব্বির আহমদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, জাউয়াবাজার কলেজ, মির্জা সাইফুদ্দীন, সহকারী পুলিশ সুপার, এডভোকেট শফিউর রহমান, মোতাওয়াল্লী, জাউয়াবাজার জামে মসজিদ, কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক, জাউয়াবাজার ব্যবসায়ী কমিটি, আনোয়ার হোসেন রনি, সাধারণ সম্পাদক, ছাতক প্রেসক্লাব, মিসবাহুজ্জামান শিলু, প্রধান শিক্ষক, জাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং প্রভাষক মোশাররফ হোসেন, সভাপতি, ছাতক অনলাইন প্রেসক্লাব। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জাউয়াবাজার মহাসড়ক দেশের উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম ব্যস্ত সড়ক। নতুন ক্যাম্প চালুর মাধ্যমে যানবাহন নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ, চাঁদাবাজি ও ডাকাতি দমনে হাইওয়ে পুলিশ কার্যকর ভূমিকা রাখবে। এতে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে এবং নিরাপদ সড়ক পরিবেশ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকেও গতিশীল করবে।
উদ্বোধনের পর বিশেষ দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা সাঈদ আহমেদ, ইমাম ও খতিব, জাউয়াবাজার জামে মসজিদ। ক্যাম্প নির্মাণে এলাকার প্রবাসী ও বিত্তবানদের উদ্যোগে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করা হয়েছে। স্থানীয়রা জানান, বহু প্রত্যাশিত এই হাইওয়ে পুলিশ ক্যাম্প জননিরাপত্তা বৃদ্ধি ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।