


নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী জাউয়াবাজার ডিগ্রি কলেজের এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
গত বুধবার এডহক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ হৈতেষী সামছুল কবির মুহিত, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আব্দুল জব্বার।
এতে বলা হয়, কলেজটি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এবং নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষে ম্যানেজিং এডহক কমিটির অনুমোদন দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এডহক কমিটি মেয়াদ ইস্যুর তারিখ হতে ছয় মাস কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠন করে বোর্ডের অনুমোদন নিতে হবে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

