জাউয়া বাজারে হবে দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি, জায়গা নির্ধারণ - Haworbarta
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৪:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ৪:৫৮ পি.এম
জাউয়া বাজারে হবে দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি, জায়গা নির্ধারণ
নিজেস্ব প্রতিবেদক : ছাতকের জাউয়া বাজারে বহুল প্রত্যাশিত যাত্রী ছাউনি নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সহকারী কমিশনার ভূমি এর উপস্থিতিতে বাজারের সবজি ভান্ডারের সামনে ব্যানার সম্বলিত খুঁটি দিয়ে নির্ধারণ করা হয়।
জানা যায়, সেপ্টেম্বরের পাঁচ তারিখে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার কাছে যাত্রী ছাউনির জন্য আবেদন করেন সাংবাদিক পীর জুবায়ের। এরই প্রেক্ষিতে ছাতক উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বাজার পরিদর্শন করে জায়গা নির্ধারণ করেন।
স্থানীয়রা জানান, সুনামগঞ্জ জেলার বৃহত্তর এই বাজারে কয়েক বছর যাবৎ যাত্রী ছাউনির অভাবে জনভোগান্তিতে চরম আকার ধারণ করেছিলো। বিশেষ করে নারী ও শিশুরা রোধ-বৃষ্টির দিনে মারাত্মক দূর্ভোগ পোহাতে হতো। এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি থাকলেও তা অধরা ছিলো।
এবিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, যাত্রী ছাউনির জন্য একজন সাংবাদিক আমাদের কাছে আবেদন করেছেন। সার্বিক পরিস্থিতি ভেবে আমরা তাতে সম্মতি দিয়েছি। কারণ জেলার মধ্যে অন্যতম এই বাজারে যাত্রী ছাউনি খুবই প্রয়োজন। আমরা পরিকল্পনা করেছি এখানে দৃষ্টিনন্দন ছাউনি নির্মাণের। এছাড়াও জনভোগান্তি কমাতে খুব দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।