মো.সহিদ মিয়া।
সুনামগঞ্জের কবি সাহিত্যিক সাংবাদিক শিক্ষাবিদ দের নিয়ে গঠিত, জাগ্রতকণ্ঠ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদ এ-ই সংগঠনের দ্বারা একযোগে চেয়েও বেশি সময় ধরে সুনামগঞ্জ শুধু নয় সারা বাংলাদেশ ব্যাপী, অনলাইনে এবং অফলাইনে বিতর্ক প্রতিযোগিতায় করে আসছে।শিক্ষালয়ের শিক্ষার্থীদের মেধাবিকাশের লক্ষ্যে, তারি অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে,বিগত ০৯/০৯/২৫ইংরেজি মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়ে গেছে, ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে মধ্যে ২টি বিতর্ক প্রতিযোগিতা, এতে স্পিকারের ভূমিকা পালন করেন।সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মুহাম্মদ শহীদ মিয়া। প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক, চন্দ্র শেখার সরকার, প্রধান আলোচক হিসেবে ছিলেন, মিছবাহ উদ্দিন রুমি সাধারণ সম্পাদক অত্র সংগঠন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কবি ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল, সাবেক বিতার্কিক সাইফুল ইসলাম, সম্মানিত বিচারক হিসেবে ছিলেন আলী এরশাদ বাবলো, সহকারী শিক্ষক মিয়ার চর উচ্চ বিদ্যালয়, আখতারুজ্জামান আলাল, সহকারী শিক্ষক ধনপুর আজমত আলী উচ্চ বিদ্যালয়, নারায়ণ চন্দ্র সরকার পলাশ উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাহ আলম সহকারী শিক্ষক বিশ্বম্ভরপুর সরকারি মডেল, সাংবাদিক আব্দুস সামাদ আফিন্দী নাহিদ সাংবাদিক শফিউল আলম প্রমুখ ,বিদ্যালয় গুলি ছিল,ধনপুর আজমত আলী উচ্চ বিদ্যালয় বনাম বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় বিষয় ছিলো বিতর্কের দ্বারা ছিলো সনাতনী, বিষয় স্থান পথ নয়, জলপথেই উন্নয়নের চাবি-কাঠি, বিজয়ী দল বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ বক্তা হিসেবে বিজয়ী হয়, সাজীদুর রহমান, ধনপুর উচ্চবিদ্যালয়ের বিতার্কিক, দ্বিতীয় বিষয় সংসদীয় বিতর্ক, বিষয় ছিল, জাতীয় সরকার ফ্যাসিস্ট হয়ে উঠার কারণ,গণমাধ্যমের কারণে, সরকারি দল পলাশ উচ্চ বিদ্যালয় কলেজ, বিরোধীদল বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়, প্রধানমন্ত্রী হামীম,পলাশ উচ্চ বিদ্যালয় এর বিতার্কিক,বিজয়ী দল বিশ্বম্ভরপুর সরকারি মডেল, পরিশেষে কবি সহিদ মিয়া’র লিখিত বই বিতর্কিক দের মধ্যে উপহার দেন, বিচারক গণে এবং সকল অতিথি ও বিচারক গণে আলোচনা রাখেন শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে,
সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : আব্দুল সুবহান খালেদ